কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি টাকার পণ্য জব্দ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১২:২৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনভর অভিযানে এসব পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ কোটি ১১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি এবং পিকআপসহ বাসমতী চাউল জব্দ করা হয়।

তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।

আমার বার্তা/এল/এমই