ব্রাহ্মণবাড়িয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৮:২৬ | অনলাইন সংস্করণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) ভোরে সদর থানাধীন বিশ্বরোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সুজন আলী (২৯) ও শামীম মৃধা (৩০)।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার বার্তা/মো. রিমন খান/এমই