চট্টগ্রামে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

চট্টগ্রামের রাউজান থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলার পলাতক আসামি মো. আল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিন নোয়াখালীর কবিরহাট থানার উত্তর ল্যামছি এলাকার করিমুল হুদার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে– অস্ত্র মামলার আসামি মো. আল আমিন বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় অবস্থান করছেন। পরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার বার্তা/জেএইচ