হবিগঞ্জে নবীগঞ্জে বাড়ির সীমানা বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৪০

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৩:১১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

হবিগঞ্জের নবীগঞ্জে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। 

রোববার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের আব্দুল মতলিব ও তার চাচাতো ভাই কাদির মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গার সীমানা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি কাদির মিয়ার গরু ঘরের নোংরা পানি মতলিব মিয়ার জায়গায় প্রবাহিত হলে তিনি সেটি বন্ধ করে দেন। এনিয়ে রোববার রাতে প্রথমে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুইপক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ৪০ জন আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

আমার বার্তা/এল/এমই