বিএনপির নেতার পক্ষ থেকে সরাইলে মেধাবী শিক্ষার্থীদের নতুন বই বিতরণ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৯:০৫ | অনলাইন সংস্করণ

  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একাদশ ও দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় সরাইল সরকারি কলেজে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন তিনি।

জানা গেছে, অর্থের অভাবে সরাইল-আশুগঞ্জের কোনো মেধাবী শিক্ষার্থী পিছিয়ে না পড়ুক, সে লক্ষ্যেই এস এন তরুণ দে সাধ্যমতো তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এ কার্যক্রমের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো আজকের বই বিতরণ অনুষ্ঠান। সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল বলেন, “বই শিক্ষার মূল অস্ত্র। বিএনপির জাতীয় পর্যায়ের নেতা এস এন তরুণ দে’র এই উদ্যোগ প্রশংসনীয়। আমি তার ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি।”

বই বিতরণ অনুষ্ঠানে এস এন তরুণ দে বলেন, “আজকের শিক্ষার্থীই আগামীর বাংলাদেশ। এখান থেকেই গড়ে উঠবে ভবিষ্যতের নেতৃত্ব। ছাত্রজীবনে আমি নিজেও নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। তাই শিক্ষার্থীদের পাশে থেকে তাদের পথ সহজ করার চেষ্টা করছি। আমি চাই শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক এবং পরবর্তী প্রজন্মের সুখে-দুঃখে আমাদের মতো পাশে থাকুক।”


আমার বার্তা/মো. রিমন খান/এমই