সিলেট-সুনামগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, মা-মেয়ে নিহত
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১১:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সিলেট-সুনামগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশের খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। এসময় আরও ১০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে ঘুরতে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ১১ উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে সেঁজুতি ট্রাভেলসযোগে (১৫-৬০৮২) রওনা দেন। বাসটি ভোর সাড়ে ৫টায় সড়কের পাগলা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসচাপায় ঘটনাস্থলে মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন। এছাড়াও এসময় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপাপড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।’
আমার বার্তা/এল/এমই
