ঘরে ঢুকে স্ত্রী-সন্তানের সামনেই মোশারফকে ছুরিকাঘাতে খুন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৫:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পটুয়াখালীতে নিজ বাড়িতে স্ত্রী-মেয়ের সামনেই দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোচালক মোশারফ খান (৪০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মোশারফ সারাদিন অটো চালানোর পর রাত দশটার দিকে বাড়ি ফিরে খাওয়া-দাওয়া শেষে তার রুমে ঘুমাতে যান। পাশের রুমে ছিলেন তার স্ত্রী শাহনাজ বেগম ও দশম শ্রেণির শিক্ষার্থী মেয়ে মালা। রাত প্রায় দুইটার দিকে একদল দুর্বৃত্তরা মোশারফের মাটির ঘরে সুড়ঙ্গ তৈরি করে ঘরে প্রবেশ করে।
দুর্বৃত্তরা প্রথমে মেয়ের ও স্ত্রীর রুমে ঢোকে। বিষয়টি টের পেয়ে মালা চিৎকার করলে মোশারফ ঘটনাস্থলে ছুটে আসেন। তখন দুর্বৃত্তরা মোশারফকে ছুরি দিয়ে শরীরের কয়েক জায়গায় আঘাত করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী ডাক চিৎকারে ছুটে এসে মোশারফকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোশারফের স্ত্রী ও মেয়ে সুষ্ঠু বিচার দাবি করেছেন। তারা বলেন, ‘যারা হত্যা করেছে, তাদের ফাঁসির ব্যবস্থা করা হোক।’
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করা হয়েছে। এখন পর্যন্ত কোনো আসামি আটক হয়নি, তবে নিশ্চিতভাবে এটি হত্যাকাণ্ড।
উল্লেখ্য, নিহতের মোশারফের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে আসিফ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত এবং মেয়ে মালা সেহাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
আমার বার্তা/এল/এমই
