বাগেরহাটের কচুয়ায় মাছের ঘেরে পড়ে ছিল শ্রমিকের মরদেহ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৫:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাগেরহাটের কচুয়ায় মাছের ঘের থেকে আকবর শেখ (২৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
নিহত আকবর শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাকশী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি কচুয়া উপজেলার ভাষা গ্রামের আব্দুল রব শেখের মৎস্য ঘেরে শ্রমিক হিসেবে কাজ করতেন।
 
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, ‘দিনভর কাজ শেষে বুধবার রাতে মাছের ঘেরে আকবরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
 
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তে জন্য বাগেরহাট সদর হাসপাতাল মগে পাঠানো হয়েছে।

আমার বার্তা/এল/এমই