পার্বত্য চট্টগ্রামে নানা আয়োজনে স্মরণ করা হলো মানবেন্দ্র লারমাকে
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:১৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অবিসাংবাদিত নেতা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২ তম মৃত্যুবার্ষিকী পালন করছে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি, যুব সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠন।
দিনটি উপলক্ষে সোমবার (১০ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে মহাজন পাড়া সূর্য শিখা ক্লাব থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি চেঙ্গী স্কোয়ার ঘুরে গিয়ে এমএন লারমার ভাস্কর্যে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা এমএন লারমার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এমএন লারমার ভাস্কর্যের পাদদেশে এক স্মরণ সভার আয়োজন করে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমার সভাপতিত্বে অনুষ্টিত স্মরণ সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, ও পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা।
এ সময় বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ সকল সমস্যা সমাধানের দাবি জানান। দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর পাহাড়ি ছাত্র ছাত্রীরা পৃথক পৃথক শোক র্যালি বের করে।এছাড়াও খাগড়াছড়ি সদরের তেতুল তলাসহ জেলার বিভিন্ন উপজেলায় দিনটি পালন করা হচ্ছে।
উল্লেখ্য, প্রয়াত এমএন লারমা ১৯৮৩ সালের নিজের সংগঠনের কিছু বিভেদ পন্থীদের হাতে নিহত হন । এ সময় তার ৮ সহযোদ্ধা পরিমল বিকাশ চাকমা(রিপন),শুভেন্দু প্রভাস চাকমা (তুফান), অর্পনা চরন চাকমা (সৈকত), অমর কান্তি চাকমা(মিশুক), মনিময় দেওয়ান (স্বাগত), কল্যানময় খীসা (জুনি), সন্তোষময় চাকমা( সৈমিত্র), অর্জুন ত্রিপুরা (অর্জুন) একই সাথে নিহত হন।
আমার বার্তা/এল/এমই
