জাজিরার নাওডোবায় পুলিশের গাড়িতে হামলা, আটক ৩
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৩:০৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় দুষ্কৃতকারীদের ছোড়া হাতবোমার আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সাড়ে ৬টার দিকে উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরবেলা জাজিরা উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় মিছিল নামায় তাদের নেতাকর্মীরা। এসময় তারা মহাসড়ক আটকে গাছের গুঁড়ি ফেলে ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে হামবোমা ছুঁড়লে গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এসময় পুলিশ সদস্যরা প্রাণ বাঁচাতে পিছু হটলে একইপথ দিয়ে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এতে প্রায় দুই যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, দুষ্কৃতিকারীদের ছোড়া হাতবোমার আঘাতে আমাদের একটি গাড়ির সম্মুখভাগের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাণ বাঁচাতে পিছু হটলে একটি ট্রাকে অগ্নিসংযোগ করে তারা। এই ঘটনা এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার বার্তা/জেএইচ
