এম এ হান্নান মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাসে মুখরিত নাসিরনগর

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৪:২৯ | অনলাইন সংস্করণ

  এম আশরাফ উদ্দিন:

  সিনিয়র স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী এম এ হান্নান মনোনয়ন পাওয়ার পর থেকেই এলাকার বিভিন্ন বাজার, গ্রাম ও ইউনিয়নে জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিভিন্ন এলাকায় জনসংযোগ করার সময় দলমত নির্বিশেষে সর্বস্তরের জনতার উচ্ছ্বাস ও সমর্থন ছিলো চোখে পরার মত।

মনোনয়ন পাওয়ার পর এম এ হান্নান বলেন, " মনোনয়ন পাওয়া আমাদের জন্য দায়িত্ব আরো বহুগুনে বেড়েছে। নাসিরনগর উপজেলার প্রতিটা মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্হাপন করাই আমার লক্ষ্য। আমি চাই প্রত্যেক মানুষ যেন তার নিজের সমস্যা আমাকে জানাতে পারে এবং আমি তা সমাধানে কাজ করতে পারি। তিনি বলেন দল আমাকে মনোনয়ন দিয়েছে এখন নাসিরনগর বাসী ভালবেসে ভোটের মাধ্যমে আমাকে এমপি নির্বাচিত করলে পিছিয়ে পড়া নাসিরনগর এর রাস্তার উন্নয়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্হা উন্নতি করন, কৃষি প্রধান এই নাসিরনগর বাসীর প্রত্যাশা খাল খনন কর্মসূচির মাধ্যে ইরিগেশন ব্যবস্হার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্হাকে আধুনিকীকরণ, মাদক ও অপরাধ নির্মূল করার মাধ্যমে একটি মডেল উপজেলার রুপান্তর করাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমার এক ভাই শহীদ হয়েছেন, আরেক ভাই বীর মুক্তিযোদ্ধা ( তিনি বর্তমানে উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার) আমি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জেলে থাকা অবস্থায় আমার মা মারা যান। 

আমি গত দুই যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র রাজনীতি ও নাসিরনগর উপজেলার সর্বস্তরের মানুষের সাথে সম্পৃক্ত আছি। তিতুমীর কলেজ এ অধ্যায়নরত অবস্থায় ছাত্র দলের রাজনীতির মাধ্যমে আমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু তারপর আমি আমার নিজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের প্রত্যেক্য ভোটে দু'বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হই, দক্ষতা ও সুনামের সহিত আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করি। দু'বার নাসিরনগর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করি, ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন এ জাতীয়তাবাদী দল এর মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ মার্কায় উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোট কারচুপির মাধ্যমে আমাকে সুকৌশলে ফেইল দেখায়। বর্তমানে আমি নাসিরনগর উপজেলা বিএনপি'র কাউন্সিলরদের প্রত্যেক্য ভোটে নির্বাচিত সভাপতি। গত ১৭ বছরে আমি ৯ বার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কারাগারে কারাবরণ করেছি, হয়েছি অসংখ্য মিত্যা মামলার আসামী, এত জেল জুলুম নির্যাতনের স্বীকার হয়েও আমি দলের সাথে বেইমানি করিনি করিনি ফ্যাসিস্ট এর সাথে কোন আপোষ, শত প্রতিকূলতার মাঝেও নাসিরনগর উপজেলা সর্বসাধারণকে সাথে নিয়ে ফ্যাসিস্ট মোকাবেলা করেছি, জাতীয়তাবাদী দলকে স্বমহিমায় প্রতিষ্ঠিত রেখেছি। যার ফলশ্রুতিতে তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও জাতীয়তাবাদী দল ( বিএনপি )  নানা ভাবে যাচাই-বাছাই করে তৃনমূল থেকে তুলে নিয়ে আগামী ত্রয়োদ্শ জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতিকের এমপি প্রার্থী  মনোনয়ন প্রদান করেছেন।  তাতে আমি ও আমার নাসিরনগর এর সর্বস্তরের মানুষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার প্রাণের সংঘটন বিএনপির' এর প্রতি কৃতজ্ঞ। 

নাসিরনগর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি জনাব, আব্দুল আজিজ চৌধুরী বলেন, তৃণমূলের নেতাকে দল মনোনয়ন প্রদান করায় বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ অতন্ত্য আনন্দিত ও খুশি।

উপজেলা বিএনপি'র বর্তমান সিনিয়র সহ-সভাপতি একেএম খালেদ বলেন, বিগতদিনে  যেসকল নেতা ফ্যাসিস্ট দের সাথে আঁতাত করে চলছে, কোর্টে মামলা বানিজ্য করেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাতে সম্পর্ক রেখে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করে এসে এখন বিএনপি-র মনোনয় প্রত্যাশা করছে তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সব দালালদের মনোনয় না দিয়ে দলের দূরদিনের কান্ডারী তৃণমূলের সৎ ও ন্যায় বিচারক নেতা কে মনোনয় দিয়েছে তাতে আমরা নাসিরনগরবাসী অত্যান্ত খুশি ও আনন্দিত।
 
উপজেলা বিএনপি'র তৃণমূলের ভোটে নির্বাচিত বর্তমান সাংগঠনিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের উকিল এড. আলী আজম চৌধুরী বলেন আমিও নাসিরনগর উপজেলা বিএনপি'র দূরদিনের একজন কর্মী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, দল আমাকে মনোনয়ন দেইনি তাতে আমার কোন দুঃখ নেই। আমার দল এমন একজন মানুষ কে মনোনয়ন দিয়েছে যাকে নাসিরনগর উপজেলার সর্বস্তরের মানুষ পছন্দ করে ভালবাসে।  আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর এই সিদ্ধান্ত কে স্বাগত জানাই। ইতিমধ্যে আমি আমার সকল কর্মী সমর্থক নিয়ে দলের মনোনিত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী জনাব এম এ হান্নান পক্ষে জনসংযোগ শুরু করেছি,  ইনশাআল্লাহ আমার দলের প্রার্থী কে নির্বাচিত করেই ঘরে ফিরবো।


আমার বার্তা/এমই