
কক্সবাজারে উখিয়ার বালুখালী সীমান্তে পাচারকালে দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
আটক মো. সাদেক হোসেন (২০) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আলমের ছেলে।
লে. কর্নেল জসীম উদ্দিন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়ার বালুখালী সীমান্তের নারিকেল বাগান এলাকা দিয়ে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক ৩ ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা। তাদের থামার জন্য নির্দেশ দিলে সঙ্গে থাকা ছোট ১ বস্তা ফেলে দৌড়ে মিয়ানমার অভ্যন্তরে পালানোর চেষ্টা চালায়। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে ১ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করা হয়। পরে বস্তা খুলে পাওয়া যায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
বিজিবির এ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে, পালংখালী ইউনিয়নের রহমতেরবিল এলাকার চিহ্নিত মাদক কারবারি আব্দুর রহিমের সাথে ৯ হাজার টাকার চুক্তি ইয়াবার চালানটি মিয়ানমার থেকে পাচার করছিল। উদ্ধার মাদকের চালানটির মালিক আব্দুর রহিম ইতিপূর্বে বিজিবির দায়ের করা মাদক চোরাচালান মামলার পলাতক আসামি।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
আমার বার্তা/এল/এমই

