নানাবাড়ির পাশের বাগান থেকে শিশু হাফসার মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পাবনায় নানা বাড়ির পাশের একটি বাগান থেকে হাফসা (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) রাত দশটার দিকে পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফসা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী। কয়েক দিন আগে সে তার মায়ের সঙ্গে পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে শিশু হাফসা নিখোঁজ ছিল। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে নানার বাড়ির পাশে বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।’
হাফসার নানার বাড়ির পাশে বাগানটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়ারিদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। ওসি আব্দুস সালাম আরও বলেন, ‘পুলিশের প্রাথমিক ধারণা, কানের দুল ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে রেখে যায়। এই ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।’
আমার বার্তা/এল/এমই
