নাটোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৬:২৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নাটোর শহরের মহাসড়কের দুপাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে নাটোর শহরের হরিশপুর ও ফুলবাগান এলাকা থেকে এই অভিযান শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব আশফাকুল হক চৌধুরী নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়।

একদিনের এই অভিযানে ৯ কিলোমিটার এলাকায় রাস্তার দুপাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব আশফাকুল হক চৌধুরী জানান, উচ্ছেদ অভিযান শুরুর আগেই অনেকে তাদের স্থাপনা সরিয়ে নেয়। অবশিষ্ট স্থাপনা উচ্ছেদ করা হয়।

নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, সড়কের দখলমুক্ত করা জায়গায় নতুন করে স্থাপনা নির্মাণ করা হলে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ করা সহ জেল জরিমানা করা হবে।

আমার বার্তা/এল/এমই