ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৭:০৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে থেকে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ ও কলেজের সীমানা প্রাচীরসহ দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মহিলা কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের সামনে রাস্তার একাংশ অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি করেন।

আন্দোলনরত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মুসকান ইসলাম বলেন, ‘আমাদের মহিলা কলেজের সামনের সড়কে বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা স্থাপনের কারণে প্রতিদিন ক্লাসে আসা-যাওয়ার সময় নানান সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে, যানজট, অনাকাঙ্ক্ষিত ভিড় ও অনিরাপদ পরিবেশের কারণে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এখানকার ঔষধ ব্যবসায়ীরা কোর্টে একটি স্থিতা অবস্থা অর্ডার করিয়েছেন। পরবর্তী শুনানিতে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে দিয়েছেন। এখন আমরা চাই দ্রুত আমাদের কলেজের সামনে থেকে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে।’
 
অপর শিক্ষার্থী তাহলিনা চৌধুরী নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা এতদিন ধরে আন্দোলন করে যাচ্ছি আমাদের একটাই দাবি, আমরা আমাদের কলেজের সামনে দৃষ্টিনন্দন গেইট চাই। গতকাল আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। তারপরও ব্যবসায়ীরা এখান থেকে উঠছে না। আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ চাই। যতদিন এই স্থাপনা উচ্ছেদ করা না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে।’

এদিকে, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান খন্দকার বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মার্কেট অপসারণ করে নিরাপত্তামূলক বেষ্টনী দেয়াল ও দৃষ্টিনন্দন গেইট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তাই তারা গত তিনমাস আগে থেকে কলেজের সামনে ঔষধ মার্কেটের ভাড়া নেয়া বন্ধ করে দেন।’

পাশাপাশি শিক্ষার্থীদের এই দাবিকে যৌক্তিক আখ্যায়িত করে ১৯৮৩ সালে দেয়া মার্কেটটির লিজ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ একই সঙ্গে মার্কেটটি অপসারণ সম্পর্কে ব্যবসায়ীদের অবগত করেছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের ঔষধের ব্যবসায়ীরা তাদের লিজের ১০টি ঔষধের দোকানে পক্ষে অবস্থান নিয়ে উচ্ছেদের নোটিশের প্রতিবাদ জানিয়ে সকাল ৮টা থেকে ব্রাহ্মণবাড়িযায় অন্তত এক হাজার ঔষধের ফার্মেসী বন্ধ রেখে সকাল থেকে বিকেল পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মসূচী পালন করেন, ব্রাহ্মণবাড়িয়া কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নেতৃবৃন্দসহ ঔষধ ব্যবসায়ীরা। তাদের দাবি উচ্ছেদ করার ক্ষেত্রে যৌক্তিক সময় চান তারা।

আমার বার্তা/এল/এমই