ইটভাটা সচল করার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা-উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানের প্রতিবাদে এবং ইটভাটা সচল রাখার দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে সাভারের তুরাগ এলাকায় 'ভাকুর্তা ভাঙ্গা ব্রিজ' সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অবরোধের কারনে মহাসড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
অবরোধের বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ‘মূলত ইটভাটা সচল রাখার দাবিতে ইটিভাটা মালিক-শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। মহাসড়ক থেকে আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দিতে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।’
আমার বার্তা/জেএইচ
