কুমিল্লা-২ আসনে মাহফুজুল ইসলামের গণসংযোগে উজ্জীবিত বিএনপি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৭:৫৫ | অনলাইন সংস্করণ

  হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম বুধবার (১৯ নভেম্বর) হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজারে বিপুল গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন।

লিফলেট বিতরণের সময় তিনি বিএনপির ভবিষ্যৎ রূপরেখা এবং ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংলাপ করেন। পাশাপাশি সরকারের জনস্বার্থবিরোধী নীতির সমালোচনা করেন। তাঁর আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

গণসংযোগে মো. মাহফুজুল ইসলাম বলেন,“বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের মূলমন্ত্র। এটি বাস্তবায়িত হলে জনগণের অধিকার নিশ্চিত হবে এবং দেশে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।”

তিনি আরও জানান, কুমিল্লা-২ ঐতিহ্যগতভাবে বিএনপির শক্ত ঘাঁটি, এবং যদি দল তাঁকে মনোনয়ন দেয়, তিনি বিপুল ভোটে জয়ী হয়ে আসনটি পুনরুদ্ধার করে বেগম খালেদা জিয়াকে উপহার দিতে সক্ষম হবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সক্রিয় গণসংযোগ মাহফুজুল ইসলামের অবস্থানকে এলাকায় আরও শক্তিশালী করেছে। আজকের কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিও তাঁর সাংগঠনিক ভিত্তি আরও দৃঢ় করেছে।

আমার বার্তা/এমই