কিশোরগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে আহত সাত

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৭:১৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর–কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ার কৌদালিয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি নিজের সরকারি গাড়িতে করে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনাস্থলে যানচলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গার্মেন্টসের ঝুট কাপড় বহনকারী একটি পিকআপ কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে কিশোরগঞ্জ থেকে গাজীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় শিশুসহ ৬-৭ জন আসছিল। পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, অটোরিকশাটি আমাদের সামনের গাড়ি ছিল। পরে দেখলাম পিকআপ আর অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলো। এতে ৭ জনের মতো গুরুতর আহত হয়। সবারই অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিক কোনো গাড়ি না থাকায় পাকুন্দিয়া থানার ওসির গাড়ি দিয়ে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার (পরিদর্শক) মশিউর রহমান বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসে দেখি সবারই অবস্থা গুরুতর। পরে অফিসার ইনচার্জ স্যারের গাড়িতে করে উনি নিজে হাসপাতালে নিয়ে যান। আমি ঘটনাস্থলে আছি। এখনও কারো তথ্য পাওয়া যায়নি। 

আমার বার্তা/এল/এমই