পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১১:১৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের দাপট দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। সকালে বইতে থাকা কনকনে হিমেল হাওয়া আর বাতাসে জমে থাকা অতিরিক্ত আর্দ্রতা মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। গত কয়েকদিন ধরেই দিনের উজ্জ্বল রোদ আর রাতের তীব্র শীতের বড় তাপমাত্রা পার্থক্য স্থানীয়দের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। 

শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ। আবহাওয়া অফিস বলছে, উত্তরের হিমালয় হাওয়া এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা ওঠানামা করছে। তবে তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরের ওঠানামা করলেও এই তাপমাত্রা আরও হ্রাস পাবে এবং শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলে জানায় আবহাওয়া অফিস। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্ত জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ উঠানামা করছে এবং শীত নামতেও শুরু করেছে। ডিসেম্বরের শুরুতে শীত আরও তীব্র হবে। শৈতপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।


আমার বার্তা/এমই