ই-পেপার মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাত্রীর মৃত্যু

সিট থাকায় বাগবিতণ্ডা
আমার বার্তা অনলাইন
০২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩

বাসে সিট নিয়ে বাগবিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আহত আলাউদ্দিন ইসলাম টগর (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রামেক হাসপাতালে ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় টগরের মৃত্যু হয়। এর আগে রোববার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী নগরীর লিলিহলের বাঁশের আড্ডা এলাকার অদূরে এই ঘটনা ঘটে।

জানা যায়, টগর ও তার বোন গোদাগাড়ীতে যাবেন বলে বাঁশের আড্ডা থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চলাচল করা বাসে উঠেছিল।বাসে সিট আছে, বলে যাত্রী আলাউদ্দিন ইসলাম টগর ও তার বোন রুমি খাতুনকে (২৮) তুলে নেওয়া হয়। কিন্তু সিট নেই দেখে তারা নেমে যেতে চায়। বাসের সুপারভাইজার নামতে বাধা দিলে কথা-কাটাকাটির এক পর্যায়ে চলন্ত বাস থেকে টগর ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় টগর। পরে টগরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত টগর পবা উপজেলার হরিপুরের কুলপাড়ার আবু সাইদের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করতেন। বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। আর দুর্ঘটনার পড়ে চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।

নিহত টগরের চাচাতো ভাই আল আমীন ভুলু বলেন, বোনকে বাসে তুলে দিতে গিয়েছিল টগর। তার বোনের গোদাগাড়ীতে শ্বশুরবাড়ি। বোনকে বাসে তুলে দেওয়ার সময় সে দেখে বাসে সিট নেই। তখন সুপারভাইজারকে টগর বলে- আপনি যে বললেন সিট আছে। কিন্তু একটাও সিট নেই, এনিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাস চলন্ত অবস্থায় তাকে মারধর করা হয়। এরপরে তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া হয়।

এ সময় রুমি দেখে তার ভাই সড়কের পাশে পড়ে গেছে, তখন তার কোলের এক বছরের কন্যা সন্তানকে অপর যাত্রীর কোলে দিয়ে রুমিও দ্রুত বাস থেকে চিৎকার দিয়ে নেমে পড়ে। এসময় একটি মাইক্রোবাস যাত্রীবাহী বাসটিকে আটকেয়ে দেয়। পরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বাসটি আটক করে। বাসটি তাদের হেফাজতে রয়েছে।

তিনি বলেন, ঘটনার পর টগরকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানায়, তার ঘাড়ে আঘাত লেগেছে। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ওই ব্যক্তি একটা মেয়েকে বাসে তুলে দেয়। তিনি বাস থেকে নামতে চাইলে হেলপার তাকে জানায়, এটা টাইমের গাড়ি, আপনাকে সামনে নামিয়ে দেওয়া হবে। এ নিয়ে ওই ব্যক্তি হেলপারকে মারধর করে। এসময় হেলপার বলে, আপনি আমাকে মারলেন। সামনে কাশিয়াডাঙ্গায় আমাদের মাস্টার আছে সেখানে চলেন। এসময় ওই লোক বাস থেকে লাফ দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে শুনেছি।

তিনি বলেন, যে ঘটনাটা ঘটেছে এটা আসলে কারও কাম্য না। আসলে এমন ঘটনা দুঃখজনক। সর্বশেষ অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, রোববারের ঘটনার এর বেশিকিছু জানি না।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী বলেন, বাস থেকে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সোমবার (১ ডিসেম্বর) রাতে নিহতের ভাই দুলাল হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। আর বাসটি জব্দ করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থাগ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমার বার্তা/জেএইচ

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় অন্তত ১৫ জন

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

পঞ্চগড়ে শীতের প্রকোপ ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া আর ঘন কুয়াশার

মেসেঞ্জারে গ্রুপচ্যাট নিয়ে বিরোধের জের ধরে মারধর-ছুরিকাঘাত

ফেসবুক মেসেঞ্জারে গ্রুপচ্যাটকে কেন্দ্র করে বিরোধের জেরে পঞ্চগড়ে সোহান আলী (১৫) নামে অষ্টম শ্রেণির এক

আমিন ধ্বনিতে শেষ হলো টঙ্গীর ৫ দিনের জোড় ইজতেমা

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মধ্য দিয়ে শেষ হলো তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষা বন্ধ রাখলে শিক্ষকেরা শাস্তির মুখোমুখি হবেন: শিক্ষা উপদেষ্টা

এভারকেয়ারকে মিলনস্থল না বানিয়ে নীরবে দোয়ার অনুরোধ রাষ্ট্রদূত মুশফিকের

চবি ক্যাম্পাসের ভেতরেই তৈরি হতো বাংলা মদ, অভিযানে আটক ১

দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ

চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাত্রীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১

নির্বাচনে বিএনপি পাবে ৩০% ভোট, জামায়াত ২৬%: মার্কিন সংস্থার জরিপ

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত

যমুনা অয়েলে বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলামকে এমডি নিয়োগ দিতে দুই সিবিএ নেতার কোটি টাকার মিশন

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওয়ার্কশপ কর্মী গুরুতর আহত

কামরাঙ্গীরচরে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত

হস্তশিল্প শিল্পকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপের সুপারিশ

বন্ড ব্যবস্থাপনায় ডিজিটাল সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার

নভেম্বরে এলো ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার ডলারের বেশি রেমিট্যান্স

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

খালেদা জিয়ার খোঁজ নিতে গভীর রাতে হাসপাতালে মির্জা ফখরুল

শিক্ষকদের আন্দোলনের ফলে দেরিতে শুরু হলো বার্ষিক পরীক্ষা

দেশবাসীর সমর্থনই আমাদের শক্তি-প্রেরণার উৎস: তারেক রহমান