সিলেটে দক্ষিণ বুরদেও গ্রামে দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে মারধর
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুরদেও গ্রামে জালাল নামে দৃষ্টি প্রতিবন্ধী এক যুবককে চোর সন্দেহে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিবন্ধী জালালকে চোর সন্দেহ করে কয়েকজন ব্যক্তি গাছে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করে। নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নির্যাতনের ভিডিওটি নজরে আসার পরপরই কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। পরে গুরুতর আহত জালালকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়। ঘটনাটি নিয়ে জালালের বাবা বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পর মূল হোতা আরফান মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, জালাল দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। কারা কী উদ্দেশ্যে তাকে নির্যাতন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জ দক্ষিণ বুরদেও গ্রামে মব সৃষ্টি করে দৃষ্টি প্রতিবন্ধী জালালকে চোর সাব্যস্ত করে গাছে ঝুলিয়ে পিটিয়ে আহত করার তথ্য জেনে বিষয়টি আমলে নেওয়ার পর পরই অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে নির্যাতনের ভিকটিম উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
আমার বার্তা/এল/এমই
