রাবিপ্রবিতে পাহাড় কাটায় ৭ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:০৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

অনুমোদন ছাড়াই পাহাড় কাটার অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) স্থাপন প্রকল্পের পরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদফতর।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাঙ্গামাটি কোতোয়ালি থানায় পরিবেশ অধিদফতেরর সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
এ প্রসঙ্গে মুমিনুল ইসলাম বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরির জন্য পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদফতরের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল। কিন্তু তারা অনুমোদন পাওয়ার আগেই পাহাড় কাটা শুরু করে। এমনকি যে পরিমাণ পাহাড় কাটার কথা বলা হয়েছিল, তার চেয়েও বেশি পাহাড় ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে। সে কারণে প্রকল্প পরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাহাড় কাটার প্রস্তাব করলে তাদের একটি বিস্তারিত পরিবেশগত প্রভাব মূল্যায়ন রিপোর্ট জমা দিতে হয়। পরিবেশ অধিদফতর সেই রিপোর্ট যাচাই করে, জনশুনানি করে এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পাহাড় কাটার যৌক্তিকতা ও পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন করে। সব দিক বিবেচনায় অনুমোদন দেয়া হলে নির্দিষ্ট শর্তসহ ছাড়পত্র দেয়া হয়। কিন্তু ছাড়পত্র পাওয়ার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাহাড় কেটেছে।’
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, ‘পরিবেশ আইনে থানায় প্রকল্প পরিচালক, শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক, ঠিকাদারসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরিবেশ অধিদফতর মামলাটি তদন্ত করছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চারটি ভবনের নির্মাণকাজ চলছে। এর মধ্যে রয়েছে একটি করে প্রশাসনিক ও একাডেমিক ভবন এবং দুটি আবাসিক হল।
আমার বার্তা/এল/এমই
