গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৮ | অনলাইন সংস্করণ
প্রতাপ কুমার গোপ,গাজীপুর গাজীপুর

মহানগরীর বড়বাড়ী এলাকায় তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস এক অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে।
তিতাস গ্যাস জয়দেবপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান,গাজীপুর মহানগরীর গাছা থানার বড়বাড়ী মসজিদ রোড, চান্দরা রোড, গাছা নুর এ আকসা মসজিদ এলাকায় বৃহস্পতিবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এক অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনীমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ওইসব এলাকার ৩৩০ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে তিতাস গ্যাস জয়দেবপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব,জরুরী শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মো: আজগর আলী, সহকারি প্রকৌশলী রাকিব হাসান, মো: সাবিনুর রহমান ও সোহেল আহমেদ,সহকারী ব্যবস্থাপক মোঃ সোহেল রানা,সহকারি কারিগরি কর্মকর্তা সুশান্ত হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/জেএইচ
