ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী আরও দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১২

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঘন কুয়াশায় মেঘনা নদীতে আরও দুইটি যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় চাঁদপুরের আমিরাবাদ কাচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর জুলফিকার আলী। তিনি জানান, বৃহস্পতিবার রাতে বরিশালের উদ্দেশ্য ঢাকা নদীবন্দর থেকে এম খান-৭ লঞ্চটি যাত্রা শুরু করে। লঞ্চটি চাঁদপুরের মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি ঈগল-৪ লঞ্চের সাথে মাঝ বরাবর সংঘর্ষ হয়।
 
এম খান-৭ লঞ্চটির ইনচার্জ অমিত জানান, 'বারবার মাইকে ঘোষণা দিলেও ঈগল-৪ লঞ্চটি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এর কিছু সময় পরই লঞ্চটি সজোরে তাদের লঞ্চের ডানদিকের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে যদিও কেউ হতাহত হয়নি।' এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
তবে এমভি ঈগল-৪ লঞ্চটির কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
 
এদিকে, বৃহস্পতিবার রাতে রাজধানীর সদরঘাট থেকে বরিশালগামী এমভি এডভেঞ্চার-৯ এবং ভোলা থেকে সদরঘাটগামী এমভি জাকির সম্রাট-৩ নামের দুটি যাত্রীবাহী লঞ্চ ঘন কুয়াশার মধ্যে পড়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর এমভি এডভেঞ্চার-৯ বরিশালের দিকে চলে যায় এবং এমভি জাকির সম্রাট-৩ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
 
নৌ পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

আমার বার্তা/এল/এমই