সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৩:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালকে কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-১২। ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মো. সাকিন সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি গ্রামের মো. মতির ছেলে। 

র‌্যাব জানায়, গত ২৮ ডিসেম্বর সংঘটিত এই হত্যাকাণ্ডে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেদিন রাত ৭টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ২৪ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় ২৯ ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন।

এই হত্যাকাণ্ডের পর সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলা দায়েরের পর থেকেই ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে র‍্যাব এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়।

এরই অংশ হিসেবে র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের দিকনির্দেশনায় গত ৭ জানুয়ারি দুপুরে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর সাকিন এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আমার বার্তা/এল/এমই