সাতক্ষীরার তালায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৬:০৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সাতক্ষীরার তালায় বাসচাপায় নাজমুল হাসান রানা (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে পাইকগাছা-ঢাকা সড়কের তালা উপজেলার তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান রানা সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি তালা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল হাসান জাতপুর থেকে মোটরসাইকেলে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ‘লিটন ট্রাভেলস’ পরিবহনের একটি বাসচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ দিকে দুর্ঘটনার পর নিহতের পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোক ও আহাজারি।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত পরিবহনটি জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
আমার বার্তা/এল/এমই
