সরাইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপির জোটের মনোনীত প্রার্থীর মতবিনিময়

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৪:৩৮ | অনলাইন সংস্করণ

  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের বিএনপির জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮ টায় উপজেলা সদরে তার নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, বিএনপির সঙ্গে আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং জুলুম অত্যাচার সহ্য করেছি সে-ই দিক বিবেচনা করে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে এখানে জোটের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর আগেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন’সহ সাধারণ মানুষের যে সমর্থন এবং ভালোবাসা পাচ্ছি তাতে আমি বিজয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদী। এক্ষেত্রে আমি সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড: নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা এহসান উল্লাহ, উচালিয়াপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সরাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক বারী লাল বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ। 


আমার বার্তা/মো. রিমন খান /এমই