পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২৩:৪১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকারিয়া পিন্টু। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তার মাধ্যমে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে আস্থা ও সমর্থন কামনা করেছেন।
নিজের পোস্টে জাকারিয়া পিন্টু সময়ের বাস্তবতা ও মানুষের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, সময় কখনো কারও জন্য অপেক্ষা করে না এবং প্রয়োজনও কোনো নির্দিষ্ট মানদণ্ড মেনে চলে না। এই বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এলাকার জনগণের কাছে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
তিনি লেখেন, মানুষের মতো তার মধ্যেও ভুল থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে—এ কথা অস্বীকার করার কিছু নেই। তবে সমাজের প্রতি দায়বদ্ধতা, পারস্পরিক ন্যায়বিচার এবং সমঅধিকারের ভিত্তিতে একটি মানবিক ও ন্যায়নিষ্ঠ সমাজব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
জাকারিয়া পিন্টু আরও উল্লেখ করেন, সামাজিক পরিবর্তন ও জনগণের অধিকার নিশ্চিত করতে হলে একটি আইনগত অবস্থান বা প্রতিনিধিত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই তিনি জনগণের আস্থা ও বিশ্বাস প্রত্যাশা করছেন। তার বিশ্বাস, ঈশ্বরদী ও আটঘরিয়ার মানুষ অন্তত একবার হলেও তার প্রতি আস্থা রাখবেন এবং তাকে কাজ করার সুযোগ দেবেন।
স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তার এই আবেগঘন আবেদন ভোটারদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত এই আহ্বান কতটা প্রভাব ফেলবে, তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত।
