ঈশ্বরদী -পাবনা মহাসড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় শিশু নিহত
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৫:৫৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ঈশ্বরদী -পাবনা মহাসড়কের আজমপুর এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় রাফী (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফী আজমপুর এলাকার আয়তাল বিশ্বাসের ছেলে ও কালিকাপুর প্রাইমারি স্কুলের শিশু শ্রেনীর শিক্ষার্থী৷
বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু মিয়া। তিনি জানান, বাসা থেকে বাবার দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন শিশু রাফী। এসময় বালুবাহী একটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়৷ পরে পুলিশ ও ফায়ার সার্ভিস উভয়ের সহযোগিতায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়৷
পুলিশ আরো জানায় এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে দাশুড়িয়া এলাকা থেকে আটক করেন হাইওয়ে পুলিশ৷ আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
