ফেনী বড় মসজিদে ফজরের সালাতের সময় সিএনজি চুরি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ফেনী বড় মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়া এক মুসল্লি চালকের সিএনজি চু*রি করেন এক চোর। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ থেকে চোরের চুরি করার ভিডিও দেখা গেলেও চেহারা স্পষ্ট না দেখা যাওয়ার কারণে চোরকে সনাক্ত করা যায় নি। এই ঘটনায় হতভাগা ফরেজগার সিএনজি চালকের জীবনে নেমে এসেছে কষ্ট গাথুনির গল্প।

এই অভিযোগ নিয়ে ফেনী মডেল থানায় একটি জিডি করেন সিএনজি চালক ।

ফেনী মডেল থানায় জিডি করার পরেও ১৩ দিনে উদ্ধার  হয়নি হতভাগা সিএনজি চালকের একমাত্র সম্বল।

স্থানীয়দের মতে ফেনীতে চুরি ,ছিনতাই যেন দিন দিন বেড়েই চলছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা জানান ফেনীতে আইন শৃঙ্খলা বাহিনীর আরো কড়া নজর দেয়া দরকার। সাধারণ মানুষ জানমাল নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন বলে জানিয়েছেন অনেকে।