বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে ‘না’ বলতে হবে: জামায়াত সেক্রেটারি

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৩:১৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ পরিচালনায় বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এ তিনটি দল লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। এবারের নির্বাচনে এ তিন দলকে ‘না’ বলতে হবে। নৌকা,  ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ। এবার জনগণ পরিবর্তন চায়। 

শনিবার সকাল ১১টায় চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামী আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। 

৫ আগস্টের পর সারাদেশে পাথর দিয়ে মানুষ হত্যা, শেরপুরে লাঠিপেটা করে মানুষ হত্যার প্রসঙ্গ তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে তো আওয়ামী লীগ ছিল না। তাহলে চাঁদাবাজি আর মানুষ হত্যা কারা করেছে। সেটা জনগণ দেখেছে। দুনীতি রুখতে, সুশাসন ও ইনসাফের বাংলাদেশ গড়তে ড. শফিকুর রহমানের নেতৃত্ব দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

চাঁদপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তৃতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মো. মাজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

একই দিন দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ আসন, বিকেলে চাঁদপুর-১ কচুয়া নির্বাচনী জনসমাবেশ করবেন কেন্দ্রীয় জামায়াতের নেতারা।


আমার বার্তা/জেইচ