প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ফুপা গ্রেপ্তার
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১২:৫১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মানিকগঞ্জে সিংগাইর উপজেলায় ফুফার বিরুদ্ধে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধীর মা মঙ্গলবার (২২ এপ্রিল) সিংগাইর থানায় মামলা দায়ের করলে ফুপা আইনুদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আইনুদ্দিন সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের রামচন্দ্রপুর ধাইরাপাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
মামলা সূত্র জানা যায়, জন্মের পর থেকেই তার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী। অপরদিকে অভিযুক্ত আইনুদ্দিন মাঝে মধ্যেই তাদের বাড়িতে আসা-যাওয়া করতো। ঘটনার দিন মেয়েকে রেখে পুরো পরিবার কৃষি কাজে বাড়ির বাইরে যান। এ সুযোগে আইনুদ্দিন ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে এবং কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখায়।
পরবর্তীতে মেয়ের মা মেয়েকে বমি করতে দেখে ২০ এপ্রিল সাহরাইল বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তার মেয়েকে ১৬ সপ্তাহের গর্ভবতী বলে জানায়।
সিংগাইর থানার ওসি স্বপন কুমার সরকার বুধবার (২৩ এপ্রিল) বলেন, ধর্ষক আইনুদ্দিন নিজের দোষ স্বীকার করেছে। জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই