টেকনাফে কোস্ট গার্ড-পুলিশের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ জব্দ

প্রকাশ : ২০ মে ২০২৫, ১৭:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি জি-৩ রাইফেল, দুইটি ম্যাগাজিন, পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৯৭৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ পাচারের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময় ৪ জন ব্যক্তিকে কয়েকটি বস্তা নিয়ে পাহাড়ের দিকে উঠতে দেখা যায়। যৌথবাহিনীর সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাহিনীর সদস্যরা ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে অস্ত্র পাচারকারীরা দুইটি বস্তা ফেলে পাহাড়ের গভীরে পালিয়ে যায়।

পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১টি বিদেশি জি-৩ রাইফেল, ২টি জি-৩ ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, ১টি দু’নলা বন্দুক, ৩টি একনলা বন্দুক এবং ৯৭৫ রাউন্ড তাজা গুলি।

তবে অভিযানের সময় কেউ আটক হয়নি। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। অবৈধ অস্ত্র পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আমার বার্তা/এমই