রাজধানীর সড়কে ২৮৫ কেজি গাঁজা সহ আটক রুবি

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৭:২৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডের পূর্ব পাশে বাটা শোরুমের সামনে বিপুল পরিমান গাঁজাসহ কতিপয় মাদক ব্যবসায়ী গাড়ি নিয়ে অবস্থান করছে। 

ডিবির ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় ওয়ারী ডিবি বিভাগের তিনটি দল দ্রুত ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থান নেয়।
 
রাত আনুমানিক পৌনে ৩টার দিকে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসের কাছে রুবি আক্তার নামে এক নারীকে কালো ট্রাভেল ব্যাগ এবং প্লাস্টিকের বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার ও মাইক্রোবাস দ্রুত পালিয়ে যায়। এ সময় রুবি আক্তার পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় রুবির স্বামী হারুন সরকারসহ (৩৪) অজ্ঞাত ২/৩ জন পালিয়ে যায়।
 
রুবি আক্তারের হাতে থাকা কালো ট্রাভেল ব্যাগ ও পাশে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ১৩২টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ২৮৫ কেজি।
 
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতার রুবি আক্তার একজন পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে এবং তার স্বামী হারুন সরকার দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানী ঢাকাসহ এর আশপাশের জেলায় বিক্রয় করত মর্মে স্বীকারোক্তি দিয়েছেন। 

আমার বার্তা/এল/এমই