অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান ও জরিমানা আদায়

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৬:১৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অবৈধ সংযোগ উচ্ছেদে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে শত শত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইন জব্দ ও জরিমানা আদায় করেছে।

গাজীপুরে অভিযান: ২৫ নভেম্বর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমি রানী দাসের নেতৃত্বে বারেন্ডা, মোল্লা মার্কেট ও কাশিমপুর এলাকায় ২৫টি বাড়ির ১৫০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৫০ ফুট জিআই পাইপ, ২০০ ফুট প্লাস্টিক কয়েল পাইপ, ৩০ ফুট প্লাস্টিক থ্রেড পাইপ ও ৬টি রেগুলেটর জব্দ করা হয়। অবৈধ ব্যবহারকারীদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিন পল্লবী–কাফরুল এলাকায় চারটি প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইব্রাহীমপুর এলাকায় স্থানীয়দের বাধার কারণে একটি অবৈধ লাইন সম্পূর্ণ অপসারণ সম্ভব না হলেও ৪৮ ফুট পাইপ, ২ রেগুলেটর, বার্নার ও ভাল্ব জব্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জে অভিযান: সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে সোনারগাঁও এলাকায় ৪টি চুনা কারখানা ও ২০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৩৮৪ ফুট পাইপ, এয়ার মিক্স বার্নার, ওজন মেশিন ও কারখানার সরঞ্জামাদি জব্দ করা হয়। এক্সকাভেটর দিয়ে চুনা কারখানার স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।

ঢাকা–সাভার এলাকায় অভিযান: সাভারের ডেবনিয়ার গার্মেন্টস ও ধনাইদ এলাকায় প্রায় ৩ কিলোমিটার বিতরণ লাইন থেকে ৭০০টি আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৬০০ মিটার পাইপলাইন জব্দ করা হয়। এতে মাসে প্রায় ১৮ লাখ টাকার গ্যাস চুরি রোধ সম্ভব হয়েছে।

টাঙ্গাইল ও কিশোরগঞ্জে অভিযান: টাঙ্গাইলের মির্জাপুরসহ চারটি স্পটে ১৩০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন ও ২০০ ফুট পাইপলাইন জব্দ করা হয়। কিশোরগঞ্জে বকেয়ার কারণে ৭টি রাইজারের ৮টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাসের তথ্য মতে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত পরিচালিত অভিযানে ৭৭ হাজার ৬৩৮টি অবৈধ সংযোগ, ১ লাখ ৬৬ হাজার ৬৯৫টি বার্নার বিচ্ছিন্ন এবং মোট ৩১৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।


আমার বার্তা/এমই