দেশে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, ১০ দিনে এলো ৪৮২ মিলিয়ন ডলার

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১১:১০ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

দেশে বাড়তে শুরু করেছে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ। চলতি আগস্টের প্রথম ১০ দিনে দেশে ৪৮২ দশমিক ৭৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে ৭ থেকে ১০ আগস্ট রেমিট্যান্স এসেছে ৩৮৭ দশমিক ১২ মিলিয়ন ডলার।

সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে।

বৈষম্যবিরোধ ছাত্র-জনতার আন্দোলেনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর আগের ৪ দিন ও পরের এক দিনসহ ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৫ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। আর ৭ থেকে ১০ আগস্ট রেমিট্যান্স এসেছে ৩৮৭ দশমিক ১২ মিলিয়ন ডলার। এর মধ্যে দুদিন সপ্তাহিক ছুটি ছিল।

সংশ্লিষ্টরা জানান, গত মাসে কোটা সংস্কার আন্দোলন, ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউন ঘোষণা দেন। এর প্রভাবে ওই মাসে রেমিট্যান্স প্রবাহ কমে। যার ধারাবাহিকতা ছিল চলতি মাসের প্রথম সপ্তাহেও। তবে সরকার পতনের পর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এদিকে, গত জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও কোরবানি-পরবর্তী মাস হওয়ায় প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।


আমার বার্তা/জেএইচ