পাচার করা টাকা ফিরিয়ে আনতে হচ্ছে টাস্কফোর্স: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচার করা টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন হচ্ছে। এটি দ্রুতই দৃশ্যমান হবে।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা সহজ নয়। দেশের টাকা যে পাচার হয়েছে এটা জানতেই ১৬ বছর লেগেছে। এখন আনতে ১৬ বছর লাগবে না।অনেক তাড়াতাড়ি হবে, যারা কাজ করবে তারা এক্সপার্ট (দক্ষ)।
বাজার ব্যবস্থাপনার পরিবর্তন নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার আলু ও পেঁয়াজের ট্যাক্স তুলে দিয়েছে। এটার ফলে বাজারে দ্রুত দাম কমে যাবে না, রিফ্লেক্ট (প্রতিফলন) করতে সময় লাগে। মিডলম্যান ও চাঁদাবাজি কমানোর জন্য চেষ্টা করছি। স্থানীয় প্রশাসনকে বলেছি মনিটরিং জোরদার করতে। আবার বেশি চাপাচাপি করলে ব্যবসা বাধাগ্রস্ত হবে। এটা (পণ্যমূল্য) কমবে। ভোক্তার যেন কষ্ট না হয়, সে জন্য ব্যবসায়ীদের বলেছি, বেশি প্রফিট(লাভ) করা যাবে না।
এক মাসে আর কি অর্জন এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাতে কনফিডেন্সের (আস্থার) অভাব ছিল। এই সেক্টরে কনফিডেন্স ফিরিয়ে আনা হয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স হবে। এনবিআর ইমিডিয়েটলি একটি টাস্কফোর্স করবে। বিদেশে অনেক বাঙালি যোগ্য বিশেষজ্ঞ আছে, প্রয়োজনে তাদের কাজে লাগানো হবে।
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চলতি অর্থ বছরে সম্ভাব্য রপ্তানি প্রবৃদ্ধি লক্ষ্য ১২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অবস্থা মোটামুটি ভালো, ইতিবাচক। আশা করি এটা হবে।
জিএসপি সুবিধা বাংলাদেশ ফিরে পাবে কি না এমন এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, জিএসপির ব্যাপারে আমেরিকা কিছু শর্ত দিয়েছে, তার উত্তর দিয়েছি।এ মাসেই ওয়াশিংটন যাব সেখানে তাদের সঙ্গে ফেস টু ফেস কথা হবে। কী কী শর্ত আছে তা নিয়ে বিস্তারিত কথা হবে।
আমার বার্তা/এমই