বৈষম্যহীন সমাজ নির্মাণে প্রগতিশীল কর ব্যবস্থার দাবি সিপিডির
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ নির্মাণে প্রগতিশীল কর ব্যবস্থার প্রয়োজন, সেজন্য কর ও মূসক কাঠামোর পুনর্বিন্যাস করার দাবি জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রোববার (১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের দ্বিতীয় সেশনে সিপিডির কার্যক্রম নিয়ে উপস্থাপনকালে এমন দাবি জানিয়েছে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
গোলাম মোয়াজ্জেম বলেন, কালো টাকা সাদা করা নিয়ে অনেকেই অনেক অবস্থান নিয়েছেন। শুরু থেকেই কালো টাকা সাদা করার পক্ষে মত দেয়নি সিপিডি। এখনো সেই সিদ্ধান্তে অনড়। সিপিডি কালো টাকা সাদা করার পক্ষে কোনোদিনই ছিল না। পাশাপাশি সমতাভিত্তিক সমাজ নির্মাণে প্রগতিশীল কর ব্যবস্থার প্রয়োজন। কর ও মূসক কাঠামোর পুনর্বিন্যাস প্রয়োজন। পাশাপাশি কর ফাঁকির বিষয়গুলো আমরা নিয়ে আসছি।
প্রবন্ধ উপস্থাপনকালে তিনি বলেন, সিপিডির অনেক গবেষণা কার্যক্রম পর্যালোচনা সরকার উন্নয়নে কাজ করেছে। পরিকল্পনা হাতে নিয়ে কাজ করেছে। সেই সঙ্গে অনেক পলিসি মেকিংয়েও সহায়তা করেছে। গত ৩০ বছরে সিপিডি শিক্ষা, অর্থনীতি, জ্বালানি, কর্মসংস্থান, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণোয়নে পরামর্শ দিয়েছে। সিপিডি সমালোচনার ঊর্ধ্বে নয়। আমাদের অনেক গবেষণা নিয়ে অনেক সমালোচনা হয়। সেগুলো আমরা স্বাগত জানাই।
সম্মেলনে সিপিডির ট্রাস্টি বোর্ডের মেম্বার রাশেদা চৌধুরী বলেন, অর্থনীতির গবেষণার পাশাপাশি রেমিট্যান্স নিয়ে গবেষণা প্রয়োজন। কীভাবে আয়-ব্যয় হয় সেই হিসাবটা জরুরি। এই বিষয়ে সিপিডির আরও গবেষণা প্রয়োজন।
তিনি বলেন, দেশে অনেক মানুষ রয়েছে যারা কোটি কোটি টাকা বিনিয়োগ করতে চায়। কিন্তু সঠিক পথ খুঁজে পায় না। সেই সঙ্গে আস্থাহীনতায় ভোগে। যার ফলে অনেক বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন।
এর আগে সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এক ভিডিও শুভেচ্ছা বার্তা দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।
অন্যদিকে সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বিগত ১০০ দিনে সিপিডির অন্তত ২৩টি সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে। প্রতি বছর বাজেটের আগে আমরা নানান প্রস্তাব দিয়ে আসছি। এছাড়া বাজেট পরের দিন আমরা সংবাদ সম্মেলন করে আসছি। সিপিডিকে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। অনেক ধরনের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে।
আমার বার্তা/এমই