চলতি অর্থবছরে ব্যাংক খাতে লেনদেন কমেছে ৫ শতাংশ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১১:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের ব্যাংক খাতে অর্থ লেনদেন কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যনুযায়ী, চলতি অর্থবছরে ব্যাংক খাতে লেনদেন কমেছে প্রায় ৫ শতাংশ। লেনদেনের হিসাবায়নের ক্ষেত্রে চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), ডেবিট ও ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংকে হিসাবে নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে দেশের ব্যাংক খাতে মোট লেনদেন হয়েছিল ৩৬ লাখ ১৬ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এ লেনদেন ৩৪ লাখ ৪০ হাজার ৫৭ কোটি টাকায় নেমে এসেছে। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় ব্যাংক খাতে ১ লাখ ৭৬ হাজার ২৭৭ কোটি টাকার লেনদেন কম হয়েছে। এক্ষেত্রে লেনদেন কমার হার ৪ দশমিক ৮৭ শতাংশ।

এ সময়ে চেকের মাধ্যমে অর্থ লেনদেন ১৯৯ শতাংশের বেশি কমেছে। আর ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে ৩ দশমিক ৯৬ শতাংশ। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমেও ৪ দশমিক ৬৩ শতাংশ লেনদেন কমেছে। তবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে ইএফটি ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেড়েছে।

ব্যাংকাররা বলছেন, চলতি অর্থবছরে দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান তিন খাত যেমন-আমদানি, রপ্তানি ও রেমিট্যান্স প্রবৃদ্ধির ধারায় আছে। সে হিসাবে মানুষের অর্থের প্রয়োজনীয়তা ও লেনদেন আরো বাড়ার কথা। কিন্তু লেনদেনের পরিসংখ্যানে সেটি দেখা যাচ্ছে না। ব্যাংকে লেনদেন কমে যাওয়ার অর্থ হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা এখনো কাটেনি। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও গত ২১ বছরের সর্বনিম্নে নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে চেকের মাধ্যমে ১৫ লাখ ৯৬ হাজার ৮১৬ কোটি টাকার লেনদেন হয়। কিন্তু চলতি অর্থবছরের একই সময়ে এ লেনদেন ১২ লাখ ৯৩ হাজার ২২৮ কোটি টাকায় নেমে আসে। সে হিসাবে গত আট মাসে চেকের মাধ্যমে ৩ লাখ ৩ হাজার ৫৮৮ কোটি টাকার লেনদেন কম হয়েছে।

এক্ষেত্রে চেকের মাধ্যমে লেনদেন কমেছে ১৯ শতাংশেরও বেশি। তবে চেকের মাধ্যমে লেনদেন কমলেও ইএফটি ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেড়েছে। এক্ষেত্রে চলতি অর্থবছরের প্রথম আট মাসে ইএফটিতে ৩০ হাজার ১১০ কোটি টাকার লেনদেন বেশি হয়েছে। আর ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেশি হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৮৬ কোটি টাকা। এ দুটি ক্ষেত্রে লেনদেন বৃদ্ধির হার যথাক্রমে ৫ দশমিক ৪৭ ও ২৩ দশমিক ৪৪ শতাংশ।

চলতি অর্থবছরে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে ৩ দশমিক ৯৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে দেশে কার্ডভিত্তিক লেনদেন ছিল ৩ লাখ ৪১ হাজার ৭৫৯ কোটি টাকার। চলতি অর্থবছরের একই সময়ে এ লেনদেন ৩ লাখ ২৮ হাজার ২১২ কোটি টাকায় নেমে আসে। ২০২৩-২৪ অর্থবছরের আট মাসে এজেন্টদের মাধ্যমে ৫ লাখ ৪৬ হাজার ৮৫২ কোটি টাকা লেনদেন হলেও চলতি অর্থবছরের একই সময়ে তা ৫ লাখ ২১ হাজার ৫১৪ কোটি টাকায় নেমে এসেছে।

জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে লেনদেন কমেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমেও। জানুয়ারিতে এমএফএসের মাধ্যমে লেনদেন ছিল ১ লাখ ৭১ হাজার ৬৬৪ কোটি টাকা। ফেব্রুয়ারিতে এসে এ লেনদেন ১ লাখ ৫৯ হাজার ৮০ কোটি টাকায় নেমেছে। এমএফএসের ক্ষেত্রেও লেনদেন কমেছে ৭ দশমিক ৩৩ শতাংশ।

 

আমার বার্তা/এল/এমই