ফার্স্টট্রিপ অর্জন করলো টপ বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৪
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১১:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দেশের অন্যতম শীর্ষ ট্রাভেল টেক প্রতিষ্ঠান ফার্স্টট্রিপ অর্জন করলো, এয়ার অ্যাস্ট্রার “টপ বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৪”।
বুধবার (২১ মে) রাজধানীর এক হোটেলে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এই সম্মাননা ছিলো ফার্স্টট্রিপ -এর আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স, ইউজার-ফ্রেন্ডলি সল্যুশন, আর ইনোভেটিভ ট্রাভেল সার্ভিসের স্বীকৃতিস্বরূপ।
টেক-বেইজড সার্ভিস আর কাস্টমারের চাহিদাকে প্রাধান্য দিয়েই ফার্স্টট্রিপ অল্প সময়েই দেশের অন্যতম নির্ভরযোগ্য ট্রাভেল প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
ফার্স্টট্রিপের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে আন্তর্জাতিক কিংবা ডোমেস্টিক ফ্লাইট টিকিট, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ বুক করতে পারেন খুব সহজেই - এক প্ল্যাটফর্মেই সব কিছু।
আমার বার্তা/এল/এমই