কনটেইনার পরিবহনে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৬:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনে নতুন রেকর্ড গড়েছে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে। এবার প্রথমবারের মতো ৩২ লাখ ৯৬ হাজার টিইইউস (২০ ফুট সমমান) কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা বিগত ৪৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০২৩-২৪ অর্থবছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস। আর এর আগের রেকর্ড ছিল ২০২১-২২ অর্থবছরের, তখন ৩২ লাখ ৫৫ হাজার টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল।
বন্দর কর্তৃপক্ষ বলছে, গত বছরের আগস্টে ডলার সংকট কিছুটা কাটিয়ে ওঠার পর আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আসে। রপ্তানির পরিমাণ বাড়ায় কনটেইনার চলাচলে ইতিবাচক প্রভাব পড়ে।
তবে বছরের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলন, কাস্টমসের শাটডাউন কর্মসূচি এবং ডিপোগুলোর পরিবহন ধর্মঘট বন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটায়। এমনকি অর্থবছরের শেষদিনেও কাস্টমসের কর্মসূচির কারণে কনটেইনার হ্যান্ডলিং সম্ভব হয়নি।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, "বিগত অর্থবছরটা নানা অস্থিরতার মধ্য দিয়ে গেলেও সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টায় আমরা আগের চেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং করতে পেরেছি। শেষদিকে কর্মসূচি না থাকলে আরও বেশি হতো।"
চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এই রেকর্ড বন্দর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আমার বার্তা/এমই