ঊর্ধ্বমুখী বিটকয়েনের দাম ১ বছরে বেড়েছে ৯৩ শতাংশ
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৬:১৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চাহিদা বাড়ায় লাগাতার বাড়ছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। এক বছরে ভার্চুয়াল এই মুদ্রার দাম বেড়েছে ৯৩ শতাংশের বেশি। তবে চলতি প্রান্তিক শেষে ১ লাখ ৯৮৯ ডলারে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা দ্য টেড্রিং ইকনোমিকস। দাম বাড়ছে ইথার, সোলানা, বাইন্যান্সেরও।
ক্রিপ্টো জগতে সবচেয়ে দামি ও জনপ্রিয় মুদ্রা বিটকয়েন। বর্তমানে একেকটি এই ভার্চুয়াল মুদ্রা কেনাবেচা হচ্ছে ১ লাখ ৯ হাজার ৩৯২ ডলারে। এক সপ্তাহে ২.১৮ ও এক বছরে এই ক্রিপ্টোকারেন্সির দাম বেড়েছে ৯৩.১৫ শতাংশ।
হঠাৎ চাহিদা বাড়ায় ধারাবাহিকভাবে এই মুদ্রার দাম বাড়ছে বলে জানিয়েছে দ্য টেড্রিং ইকনোমিকস।
আরেক ক্রিপ্টোকারেন্সি ইথারের দামও রয়েছে ঊর্ধ্বমুখী। এক সপ্তাহে ৩.৬৫ শতাংশ বেড়ে বর্তমানে প্রতিটি ইথার বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৯ ডলার ৪০ সেন্টে। তবে এই মুদ্রাটি এখনও এক বছর আগের তুলনায় ১৪.৬২ শতাংশ কমে বিক্রি হচ্ছে।
বাইন্যান্সের দাম বছর ব্যবধানে ২৯.১৫ শতাংশ বেড়ে বর্তমানে একেকটি বিক্রি হচ্ছে ৬৬. ডলার ৬০ সেন্টে। ক্রিপ্টোজগতে জনপ্রিয় হয়ে ওঠা সোলানার দাম এক সপ্তাহে ১.৭৭ শতাংশ এবং ৯.২১ শতাংশ বেড়েছে এক বছরে। বর্তমানে একেকটি সোলানা কেনাবেচা হচ্ছে ১৫২ ডলারে।
আমার বার্তা/এল/এমই