ক্যান্সার হাসপাতালে এক কোটি টাকা অনুদান জামায়াতে ইসলামীর

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সাধারণ মানুষের কষ্ট কমানোর জন্য ও স্বাস্থ্য সেবা উন্নত করতে ক্যান্সার হাসপাতালে এক কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ক্ষমতায় আসলে গরীব মানুষের স্বাস্থ্য সেবা বিনামূল্যে দেয়া হবে বলেও মন্তব্য করেছেন দলটির ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

আর ঢাকা উত্তরের আমির মো. সেলিম উদ্দিন বলেন, নির্বাচন সবসময়ই চায় জামায়াতে ইসলামী। কিন্তু সংস্কার না করে নির্বাচন কখনোই হতে দেবে না দেশের জনগণ।

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা ও পেশী শক্তির ব্যবহার বন্ধ হবে। তাই দেশের অধিকাংশ জনগণের চাওয়াকে প্রধান উপদেষ্টা মেনে নিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন দিবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। জামায়াতের প্রত্যেক সংসদ সদস্য ক্ষমতায় গেলে কোন ট্যাক্সবিহীন গাড়ি বরাদ্দ নিবে না।

মানুষের ও দেশের কল্যাণে তার দল সর্বদা কাজ করবে উল্লেখ করে উত্তরের আমির FFvx বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গোছানো ছাড়া অন্য কিছু করে না। তারা যদি কোন টাকা নেয় কোন কাজ করার বিনিময়ে নেয়। কিন্তু শুধুমাত্র জামায়াতে ইসলামী আখেরাতের কথা চিন্তা করে কাজ করে, মানুষের কষ্ট নিরাময়ে সেবা করে।

আমার বার্তা/এল/এমই