ঢাকা চেম্বার–কানাডার শীর্ষ বাণিজ্য কর্মকর্তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৮:২৫ | অনলাইন সংস্করণ

  বিশেষ প্রতিবেদক:

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও কানাডার আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ এক দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) ডিসিসিআইয়ের গুলশান সেন্টারে আয়োজিত এ বৈঠকে নেতৃত্ব দেন ডিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্টারন্যাশনাল ট্রেড) ও চিফ ট্রেড কমিশনার সারা উইলশো। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং-ও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে কানাডার ইতিবাচক বাণিজ্য প্রবৃদ্ধি তুলে ধরে ডিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি রাজিব এইচ চৌধুরী জানান, ২০২৪ অর্থবছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২.২২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের রপ্তানি ছিল ১.৩২ বিলিয়ন এবং আমদানি ৯০১.০৯ মিলিয়ন মার্কিন ডলার। তিনি বলেন, কানাডা বর্তমানে বাংলাদেশের ২০তম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী দেশ, যার বিনিয়োগ এখন ১৩২.৮৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তিনি নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম, আর্থিক সেবা, তথ্যপ্রযুক্তি, স্মার্ট লজিস্টিকস ও কোল্ডচেইন ব্যবস্থাপনা খাতে কানাডীয় বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন। পাশাপাশি চামড়া, পাটজাত পণ্য, হস্তশিল্প, সাইকেল, গার্মেন্টস, সিরামিকস, ফার্নিচার, ঔষধ, হিমায়িত খাদ্য, সফটওয়্যার ও বিপিও সেবা আরও বেশি আমদানির জন্য কানাডাকে আহ্বান জানান।

কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার সারা উইলশো বলেন, কানাডার রপ্তানির প্রায় ৭৫ শতাংশ যুক্তরাষ্ট্রমুখী হলেও বৈচিত্র্য আনতে তারা নতুন বাজার অনুসন্ধান করছে। তিনি জানান, কানাডার শিক্ষা খাত শক্তিশালী এবং অনেক বাংলাদেশি শিক্ষার্থী কানাডায় পড়াশোনা করে, তাই দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে উভয় দেশের কাজ করার সুযোগ রয়েছে। এছাড়া কানাডার অটোমোটিভ ও ফুড প্রসেসিং খাতের সক্ষমতা উল্লেখ করে তিনি বলেন, নতুন বাজার হিসেবে বাংলাদেশ বড় সম্ভাবনা তৈরি করেছে।

বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং বলেন, দুই দেশের বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি করলে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে। তিনি দক্ষতা উন্নয়ন, কারিগরি সহায়তা, ভোকেশনাল ট্রেনিং, নার্সিং, অ্যাগ্রো-টেক শিল্প এবং ইজ অব ডুয়িং বিজনেস খাতে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জানান, দুই দেশের বাণিজ্যকে আরও উচ্চ পর্যায়ে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বৈঠকে ডিসিসিআই সহ-সভাপতি মো. সালেম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং কানাডার হাইকমিশনের কাউন্সিলর ও সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই