রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান: বস্ত্র ও পাট উপদেষ্টা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:১৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দেশের সামগ্রিক রফতানির লক্ষ্যমাত্রা ১০০ বিলিয়ন ডলার অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় বস্ত্র দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যদি খাত সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত না হয় তাহলে বস্ত্রখাতে সমৃদ্ধি আসবে না।

এছাড়া, এবার বাণিজ্য মেলায় পাট ও  বস্ত্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ পাটের ব্যাগ বিক্রি করার সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা।

আমার বার্তা/এল/এমই