সোনালী লাইফের বকেয়া ১১০ কোটি টাকার সত্যতা যাচাইয়ে ব্যর্থ

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:১২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০২৪ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে প্রায় ১১০ কোটি টাকা বকেয়া হিসেবে দেখানো হয়েছে। এই বকেয়া অর্থ এর আগের হিসাব বছরেও আদায়ের জন্য অপেক্ষমাণ দেখানো হয়েছিল। 

কোম্পানি কর্তৃপক্ষ, এই বড় অঙ্কের বকেয়ার মধ্যে কার কাছে কত টাকা পাবে, সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ফলে যথাযথ তথ্যের অভাবে নিরীক্ষা প্রতিষ্ঠান ফেমস অ্যান্ড আর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসও এই বকেয়ার সত্যতা যাচাইয়ে ব্যর্থ হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বুধবার (১৭ ডিসেম্বর) সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিষয়ে এমন মতামত জানিয়েছে নিরীক্ষক।

নিরীক্ষক তার মতামতে জানিয়েছেন, ২০২৪ হিসাব বছরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ অগ্রিম, আমানত ও ঋণ হিসেবে ১৪৪ কোটি ৮০ লাখ টাকা দিয়েছে। এর মধ্যে বকেয়া ১০৯ কোটি ৮৪ লাখ টাকা ফেরতযোগ্য। আগের হিসাব বছরে কোম্পানিটি অগ্রিম, আমানত ও ঋণ হিসেবে ১৪৯ কোটি ৮০ লাখ টাকা বিতরণ দেখিয়েছিলো। যার মধ্যে বকেয়া ১০৯ কোটি ৮৪ লাখ টাকা ফেরতযোগ্য দেখানো হয়েছিল।

প্রয়োজনীয় তথ্যের অভাবে এ পাওনা অর্থের যথার্থতা নিশ্চিত করা সম্ভব হয়নি উল্লেখ করে নিরীক্ষক বলছেন, কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যক্তিগত পাওনা অর্থের পরিমাণ যাচাই করতে পারেনি। এ কারণে নিরীক্ষকও তৃতীয় পক্ষের মাধ্যমে (দেনাদারকে নিশ্চিতকরণপত্র পাঠিয়ে) বিষয়টি যাচাই করা এবং এর পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, অতীতে তাদের কোম্পানির ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়ম ও সুশাসনের ব্যত্যয় হয়েছে। তখন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আমার বার্তা/এল/এমই