কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজিকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১৫:৫৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শোয়াইব আহমাদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা এ অধিদপ্তরে কারিগরি শিক্ষায় শিক্ষিত একজন কর্মকর্তাকে মহাপরিচালক নিয়োগের দাবি জানান।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী এ ঘোষণা ও দাবি তুলে ধরেন।
এর আগে সকাল ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করাসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে, পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। সীমাহীন ভোগান্তিতে পড়েছেন নগরে চলাচল করা মানুষ। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচিতে যানজটে তীব্র ভোগান্তিতে পড়েছে মানুষ।
বিষয়টি নিয়ে জানতে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিবের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা আলাপ- আলোচনা করছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সুরাহা করার প্রক্রিয়া চলছে।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি
১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে।
২. জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে।
৩. ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।
৪. কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সব বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
৫. কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে।
৬. ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।
আমার বার্তা/এমই