টেক্সটাইল নিয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে: বুটেক্স উপাচার্য
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৭:৫১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর উপাচার্য অধ্যাপক ডা. ইঞ্জি. মো. জুলহাস উদ্দিন বলেছেন, টেক্সটাইল একটি বড় সেক্টর। এই সেক্টর নিয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। আসাকরি এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক তথ্য জানতে ও শিখতে পারবে। আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিষয় অনেক তথ্য আমরা পাব। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার শিক্ষার্থী রয়েছে। সরকার থেকে আমাদের যে সুযোগ-সুবিধা দেওয়া হয় তা অপ্রুতুল, তাই এই ধরনের সংগঠনকে এগিয়ে আসবার জন্য আহ্বান জানাছি।
শনিবার (১৭ মে) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর অডিটোরিয়ামে দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশের আয়োজনে “উইভিং দ্য ফিউচার: সাস্টেইনেবিলিটি, ক্যারিয়ার ব্রেকথ্রু ও গ্রোথ প্রস্পেক্টস ইন বাংলাদেশ’স আরএমজি ইন্ডাস্ট্রি” বিষয়ক সেমিনারে এসব কথা বলেন।
আইটিইটি-বাংলাদেশের সদস্য সচিব ইঞ্জি. মো. এনায়েত হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, আইটিইটি একটি অরাজনৈতিক সংগঠন। আমার আইটিইটি সংগঠনটি সবার কাছে পৌঁছে দিতে চাই। এই সংগঠন সামাজিক অনুষ্ঠানে আয়োজনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমার বুটেক্স-এর জন্য ৫০ একর জায়গা সরকারের নিকট দাবি জানিয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের আরএমজি সেক্টরকে সবার সামনে তুলে ধরা।
অনুষ্ঠানে আইটিইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইটিইটি অন্তর্বর্তী যুগ্ম আহ্বায়ক মো. শামসুজ্জামান (সিআইপি), ইঞ্জি. এটিএম সামসু উদ্দিন খান, আরএইচ কর্পোরেশনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার এএসএম হাফিজুর রহমান নিক্সন প্রমুখ।
অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জি. তরুণ কুমার মিস্ত্রী। তিনি পোশাক শিল্পের উন্নয়নে অস্থিতিশীলতা বিষয়ক বিস্তারিত তুলে ধরেন। পোশাক শিল্পের পেশাগত উন্নয়ন, দক্ষতা উন্নয়নে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সদের ভূমিকায় করণীয় ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেমিনার কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফারহানা ইকবাল, সদস্য সচিব ইঞ্জিনিয়ার ফারুকুল ইসলাম জনি, ইঞ্জিনিয়ার মো. নাসিরুল ইসলাম, ইঞ্জি. শফিউল আলম পলাশ আলোচনায় অংশগ্রহণ করেন।
আরো উপস্থিত ছিলেন আইইবি টেক্সটাইল ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহমেদ সেলিম, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. সহিদুর রহমান, আইটিইটি-এর সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার এ কে এম মহিউদ্দিন আহমেদ।
টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অধ্যাপক ড. হোসেনে আরা বেগম, অধ্যাপক ড. মশিউর রহমান, অধ্যাপক ড. মমিনুল আলম, ডালিম, বুটেক্স রেজিস্টার অধ্যাপক ড. রাশেদা বেগম ডিনা, অধ্যাপক ড. রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই