ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম নিয়ে নতুন নির্দেশনা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ইইএসপি এমআইএস (EESP MIS) সিস্টেমের লাইভ সার্ভারে প্রবেশের অনুমতি দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, উপবৃত্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সঠিক তথ্য যাচাই করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করা হয়েছে। শ্রেণিতে উপস্থিতি, বয়সের যথার্থতা এবং বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের তথ্য যাচাই করে মাদ্রাসা শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানে প্রয়োজনীয় নীতিগত অনুমোদন রয়েছে এবং অর্থ বিভাগের অধীন আইবাস++ (iBAS++) ব্যবস্থায় জিটুপি (G2P) পদ্ধতিতে অর্থ প্রদান কার্যক্রম চালু আছে।
আমার বার্তা/এল/এমই