শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি চেয়ে রিট
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১১:০৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে এমপিওভুক্ত শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করার নির্দেশনাও চাওয়া হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জনস্বার্থে এ রিট দায়ের করেন।
রিটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করতে, এমপিওভুক্ত শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করতে নির্দেশনা চাওয়া হয়েছে।
উল্লেখ, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে।
সরকার ঘোষিত এ নতুন বাড়ি ভাড়ার সুবিধা বাস্তবে আরও বেশি আর্থিক বৃদ্ধি আনবে বলে এক ব্যাখ্যায় দাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আমার বার্তা/এল/এমই